কাউনিয়ায় দাম নিয়ে শঙ্কায় চাষিরা, আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশ : 2025-01-08 15:04:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় দাম নিয়ে শঙ্কায় চাষিরা, আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

বৈরি আবহাওয়া ও প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে কাউনিয়া উপজেলার কৃষকরা আলুর ভালো ফলনে আশাবাদী। তাই উপজেলার তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামে আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা। কানকনে শীত ও হিমেল ঠান্ডা অব্যাহত থাকায় কোল্ড ইনজুরীতে কাউনিয়া উপজেলার বিস্তৃর্ণ আলু ক্ষেত লেট ব্রাইট রোগে আক্রান্ত হওয়ার সঙ্কা রয়েছে।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা নামার আগ পর্যন্ত চাষীরা তাদের আলু ক্ষেতে সেচ প্রদান, রাসায়নিক সার প্রয়োগ, কীটনাশক, ছত্রাক নাশক স্প্রে, কান্দি তৈরির কাজ করে যাচ্ছে। সঠিক পরিচর্যায় লকলকিয়ে উঠছে ক্ষেতে আলুর ডগা। তালুকশাহাবাজ তিস্তার চরে আলু চাষকারী সোহরাব হোসেন মুদী বলেন আলু রোপণের শুরুতেই পটাশ সারের ব্যাপক ঘাটতি থাকায় চাষীদের বহু ভোগান্তি পোহাতে হলেও কাউনিয়ায় ব্যাপক আলু চাষ হয়েছে। বর্তমানে যেদিকেই চোখ যায় সবুজের সমারোহ আলু আলুর ক্ষেত। এখন শেষ মূহুর্তে আলুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। কাউনিয়া অঞ্চলে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলনের আশা করছেন এই এলাকার চাষীরা। তারা মনে করছেন, অন্যান্য বারের তুলনায় এবার বেশি ফলন পাওয়া যাবে। তবে আগাম আলুর দাম পেলেও বর্তমানে আলু উত্তোলনের সময় কাংক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। গত বছর আলুর দাম আকাশচুম্বি হওয়ায় চলতি মৌসুমে লক্ষমাত্রার চেয়ে বেশী জমিতে আলূ চাষ হয়েছে। প্রথমে আলুর দাম থাকলেও ভরা মৌসুমে আলুর দাম কমে যাওয়ায় অনেককে লোকসান গুনতে হতে পারে। অধিক লাভের আশায় অনেকেই বেশী পরিমান জমিতে আলু লাগিয়েছেন। কাউনিয়ায় তিস্তার চারাঞ্চলসহ বিভিন্ন এলাকার মাঠজুড়ে দেখা গেছে আলুর আবাদ। 

চরগনাই এলাকার আলু চাষি দুদু মিয়া জানান, এ বছর বেড়েছে সার, বীজ ও কীটনাশকের দাম। সব মিলে প্রতি বিঘা জমিতে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। এ বছর এখনো আবহাওয়া অনুকূলে আছে জানিয়ে তিনি বলেন, এবারের আলু ফলনে আমরা বেশ আশাবাদী, তবে দাম ঠিক থাকলে লাভবান হওয়া যাবে। শিবু বাঘবাড়ি গ্রামের আলু চাষি আইয়ুব আলী বলেন, এই সময়ে আলুতে অনেক রোগবালাই দেখা দিলেও এবছর এখনো পর্যন্ত তেমন কোনো রোগ দেখা যায়নি। তবে এবার আলু লাগানোর সময় আলু বীজ,সার, কিটনাশকের দাম বেশি হওয়ায় খরচ বেড়ে গেছে। কাউনিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্র জানান, কাউনিয়ায় এবছর আলুতে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে। চলতি বছরে কাউনিয়ায় আলু চাষের লক্ষমাত্রা ৫০৫৫ হেক্টর ধরা হলেও এরচেয়ে বেশী জমিতে চাষ হয়েছে। চলতি মৌসুমে ১ লাখ ৬৭ হাজার ৩শত ৩৩ মেঃ টন আলুর উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 

উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার জানান আলুর ফলন বৃদ্ধি ও রোগ ব্যাধি থেকে ক্ষেত রক্ষায় নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছে কৃষি বিভাগ। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এ উপজেলায় আলুর ব্যাপক ফলন আশা করছে কৃষি বিভাগ। তবে দাম নিয়ে তিনিও বেশ শঙ্কিত।