কাউনিয়ায় থানা পুলিশের মতবিনিময় সভা
প্রকাশ : 2023-10-09 19:45:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া থানা প্রশাসনের আয়োজনে সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সোমবার বিকালে থানা চত্বরে অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহর সভাপতিত্বে থানার এসআই বুলবুল আহমেদের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনসার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমসের আলী, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চক্রবর্তী, সমাজসেবক সুবোধ কুমার মিত্র ঝানু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা পূজা মন্ডপে আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখা সহ পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। উপজেলার ৬৮টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
ই