কাউনিয়ায় তিস্তা নদীতে আশেকানদের উপচে পড়া ভীড়

প্রকাশ : 2022-09-12 18:53:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় তিস্তা নদীতে আশেকানদের উপচে পড়া ভীড়

ফরিদপুরে আটরশির পীরের ওরশ মাহফিলে বাঁশের ভেলায় করে মানত পাঠাতে কাউনিয়ায় তিস্তা সড়ক সেতু এলাকায় তিস্তা নদীতে আশেকান নারী পুরুষের উপচে পড়া ভীর দেখা গেছে।

সরেজমিনে সোমবার তিস্তা সড়ক সেতুর দক্ষিন প্রান্তে গিয়ে দেখা গেছে আটরশির পীরের মাজারে যাওয়ার জন্য তিনটি বাঁশের ভেলা অবস্থান করে। মাইকে আশেকানরা জিকির করতে থাকে আর শতশত আশেকান গোকুন্ডা, রাজারহাট, কাউনিয়া থেকে এসে তাদের মানত বাঁশের ভেলয় থাকা লোকদের কাছে তুলে দিচ্ছে। ওরশে অংশ গ্রহনের জন্য আশেকানরা তাদের সামর্থ অনুসারে ছাগল মুরগী হাঁস চাউল টাকা সহ বিভিন্ন জিনিষ তুলে দিচ্ছে। এই দৃশ্যটি দেখার জন্য শতশত মানুষ তিস্তা সেতুতে ভীর জমায়। একজন আশেকান জানান, প্রতিবছর বাবার দরবারে ওরশের সময় এই বাঁশের ভেলায় বিভিন্ন এলাকার মানুষ তাদের মানত দেয় আর তা আমরা বাবার দরবারে পৌছে দেই। স্থানীয় একজন বলছেন মানুষের মনের বিশ্বস থেকে তারা মাজারে ওরশে দান করে থাকেন। অনেকে প্রশ্ন করেছেন এটা কতটা শরিয়ত সম্মত তা দেখার বিষয়।