কাউনিয়ায় তালুকশাহাবাজে মুয়াজ্জিন কর্তৃক বলৎকারের অভিযোগ

প্রকাশ : 2022-05-02 16:13:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় তালুকশাহাবাজে মুয়াজ্জিন কর্তৃক বলৎকারের অভিযোগ

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকশাহবাজ কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন আফাজ উদ্দিন (৫০) কর্তৃক এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে। গত রবিবার সন্ধার পর ঘটনাটি ঘটিয়েছে বলে শিশুর বাবা অভিযোগ করেছে। 

বলৎকারের শিকার শিশুটির বাবা ফুল মিয়া তালুকশাহবাজ কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন আফাজ উদ্দিন এর বিরুদ্ধে মসজিদের সম্পাদক সামছুল আলম কে অভিযোগ করেছে। এলাকাবাসী জানায় ইতিপূর্বে মুয়াজ্জিন আফাজ উদ্দিন এর বিরুদ্ধে এধরনের ঘটনার একাধিক অভিযোগ রয়েছে। সে শিশুদের বিভিন্ন কায়দায় প্রলোভন দেখিয়ে এধরনের কাজ করে থাকে। ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।