কাউনিয়ায় তফসিডাঙ্গা বিল দখল হস্তান্তর 

প্রকাশ : 2024-04-14 19:29:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় তফসিডাঙ্গা বিল দখল হস্তান্তর 

কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়নে তফসিডাঙ্গা বিল মৎসজীবী সমবায় সমিতি লিঃ এর সদস্য ও বিল পাড়ের এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

রবিবার উপজেলার তফসিডাঙ্গা বিল জলমহল দখল হস্তান্তর মাছের পোনা অবমুক্তকরণ ও মতবিনিময় সভায় নিরোধ চন্দ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমি আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা সমাজ কর্মকর্তা সামিউল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। মতবিনিময় শেষে তফসিডাঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সদস্যদের মাঝে তফসিডাঙ্গা বিল ছয় বছরের জন্য নয় লাখ দশ হাজার টাকায় জলমহল দখল হস্তান্তর করে মাছের পোনা অবমুক্ত করা হয়। এবারই প্রথম তফসিডাঙ্গা বিল এতো টাকায় ইজারা দেয়া হলো। ইজারাদার পরিবর্তন হওয়ায় এলাকাবাসী বেজায় খুশি।