কাউনিয়ায় ডায়াবেটিক সমিতির যাত্রা শুরু

প্রকাশ : 2022-11-14 20:10:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় ডায়াবেটিক সমিতির যাত্রা শুরু

আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়বেটিস কে জানুন, এই প্রতিপাদ্য কে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় ডায়াবেটিক সমিতির উদ্বোধন ও আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলার জিন্নাহ চম্পা ফাউন্ডেশন চত্তরে কাউনিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা কাউনিয়া ডায়বেটিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শাহনাজ পারভীন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া ডায়বেটিক সমিতির আলোচক ডাঃ মাসুদার রহমান। বক্তব্য রাখেন জিন্নাহ- চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টুর, রাকুর ম্যানেজার নুরে আলম সিদ্দিক সাজু প্রমূখ। এলাকার ডায়াবেটিক রোগীদের সেবা দিতে সমিতি ব্যাপক ভূমিকা রাখবে এবং একটি পুর্নাঙ্গ ডায়াবেটিক হাসপাতালে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।