কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ গরুর মৃত্যু
প্রকাশ : 2025-10-13 17:04:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

কাউনিয়ার মীরবাগ রেলগেটের পূর্ব প্রান্তে ট্রেনের ধাক্কায় ৩টি গরুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে উপজেলার মীরবাগ রেলগেটের পূর্বপ্রান্তে রেলসেতুর ধারে সোমবার সকালে ঘাস খাওয়ানোর জন্য তিনিটি গরু খুটের সঙ্গে বেঁধে রেখে যান গরুর মালিক সাধু গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম। গরু বেঁধে রেখে যাওয়ার কিছুক্ষণ পর কাউনিয়া থেকে রংপুর গামী একটি ট্রেন যাওয়ার সময় হুইসেল দিলে গরু গুলো রেললাইনের উপর দিয়ে দৌড়াতে থাকলে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গড়িয়ে গড়িয়ে ডোবার পানিতে পরে মারা যায়। ৩টি গরুর মধ্যে ২টি হালের বলদ, ১টি বিদেশী গাভী রয়েছে। কুর্শা ইউপি সদস্য মোঃ তবারক আলী ট্রেনের ধাক্কায় গরুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।