কাউনিয়ায় ট্রাক্টর অটো সংঘর্ষে স্কুল ছাত্রসহ আহত দুই

প্রকাশ : 2022-11-17 20:30:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় ট্রাক্টর অটো সংঘর্ষে স্কুল ছাত্রসহ আহত দুই

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ভায়াহাট সড়কে ট্রাক্টর অটো মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রসহ ২জন গুরুতর আহত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে গত বুধবার সন্ধায় ভায়ারহাট থেকে বালু বোঝাই একটি ট্রাক্টর টেপামুধুপুর আসার পথে ভায়ারহাট বাড়ি মাষ্টারের চাতালের কাছে মোড়ে টেপামধুপুর থেকে ভায়ারহাট যাওয়ার পথে অটো মুখো মুখি সংঘর্ষ হলে অটোর যাত্রী কালিকাপুর ভায়ারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাহিদ (১৪) এবং অটো চালক আসাদুল (২৮) গুরুতর আহত হয়। আহতের স্থানীয় লোকজন উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে আনলে তাদের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেলে প্রেরন করা হয়। টেপামধুপুর ভায়ারহাট সড়কটির প্রস্থ কম হওয়ায় জনগুরুত্ব পূর্ণ রাস্তাটিতে প্রায় দুর্ঘটনার ঘটনা ঘটছে।