কাউনিয়ায় টেপামধুপুরে সার ডিলারের দোকান ঘেরাও

প্রকাশ : 2022-11-02 18:08:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় টেপামধুপুরে সার ডিলারের দোকান ঘেরাও

কাউনিয়ায় উপজেলার টেপামধুপুরে সার বিক্রয় কে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তেজিত কৃষকরা সার ডিলারের দোকান ঘর ঘেরাও করে রাখে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। 

জানাগেছে টেপামধুপুর ইউনিয়নের সার ডিলার মেসার্স আঃ সামাদ দুলাল সার বিতরণ কে কেন্দ্র করে এলাকার কৃষক সার ক্রয়কারীদের মধ্যে তর্কবিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। কৃষকরা জানায় গত মঙ্গলবার তারা এমওপি (পটাশ) সার উত্তোলন করে এবং তাদেরকে আজ বুধবার ডিএপি (ঢ্যাপ) সার দেওয়ার কথা কিন্তু তাদেরকে ঢ্যাপ সার না দিয়ে বাহিরের লোকজনকে ৭/৮ বস্তা করে দিলে উত্তেজিত কৃষক তাদেরকে ঘেরাও করে প্রশাসন কে খবর দেয়। পরবর্তীতে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কৃষকদের আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনা স্থল উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ পরিদর্শন করে কৃষকদের সার প্রদানের বিষয় আশ্বস্ত  করলে পরিস্থিতি সাভাবিক হয়।