কাউনিয়ায় টেপামধুপুরে অগ্নিকান্ডে বাড়ি ও পশু পুড়ে ছাই
প্রকাশ : 2022-10-25 12:08:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পূর্ব রাজিব গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বাড়ি ও পশু পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে হারানু মাষ্টারের পুত্র হুমাউনের বাড়িতে। এলাকাবাসী জানান, গত রবিবার গভীর রাতে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষেই একটি টিনের ঘর, ২টি গরু, ৪টি ছাগল, হাঁস মুরগী সহ ঘরের থাকা সকল মালা মাল পুড়ে ছাই হয়ে যায়। আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে হুমাউনের। ঘটনা স্থল টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম ও ইউপি সদস্যগন পরিদর্শন করেছেন।