কাউনিয়ায় টিবি, ম্যালেরিয়া, এইচআইভি, কোভিট -১৯ কার্যক্রমের ওরিয়েন্টেশন সভা
প্রকাশ : 2022-09-20 19:15:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাক এর আয়োজনে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়। প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ব্র্যাক রংপুর পিও টিবি ব্র্যাক সদর মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা টিএলসিএ মোঃ শাহজাহান আলী। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, পেশ ইমাম আবু বকর সিদ্দিক, পল্লী চিকিৎসক আঃ সাত্তার, সমাজ সেবক রবিদ্রনাথ বর্মন রবিবাবু, ব্যবসায়ী হেলাল উদ্দিন তালুকদার, সাংবাদিক জহির রায়হান, উপজেলা পিওটিবি মোছাঃ শামসুন্নাহার বেগম প্রমূখ। ওরিয়েন্টেশন সভায় শিক্ষক, ইমাম, পল্লী চিকিৎসক, সমাজসেবী, ব্যবসায়ী, সংবাদিকগণ অংশ গ্রহন করেন।