কাউনিয়ায় জুলাই আগষ্টে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা
প্রকাশ : 2024-12-01 14:22:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
২০২৪ জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে রংপুরের কাউনিয়া উপজেলার শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা শনিবার অনুষ্ঠিত হয়।
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা ক¶ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ লোকমান হোসেন, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ এসএম শরিফ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ, হিসাব রক্ষণ কর্মকর্তা ছাকলাইন হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতার, তথ্য আপা অকতার জাহান, জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে আহত নাবিউল ইসলাম নাসিম, সৌরভ ইসলাম, শাকিল আহমেদ জয়, আবুজার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শরিফুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে দোয়া করা হয়।