কাউনিয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫

প্রকাশ : 2025-01-03 15:05:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫

নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালিত হয়।কাউনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা ক্যাম্পাস থেকে নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী রেব হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে ওয়াকথন, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এআরএম আল মামুন, কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, সমাজ সেবা কর্তকর্তা সামিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, তথ্য কর্মকর্তা মৃত্যুঞ্জয় সেন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ।