কাউনিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত  

প্রকাশ : 2022-10-27 19:28:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত  

শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু, এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে কাউনিয়ায় বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস ২০২২। 

দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, মীরবাগ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ কা মো জয়নাল আবেদীন, শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আশফিকা বুলবুল পেস্তা, প্রমূখ। সভার পূর্বে একটি রেলি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।