কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন   

প্রকাশ : 2022-07-24 20:19:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন    

নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় রবিবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা টিপু মুন্শি অডিটোরিয়াম হল রুমে নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, যুব উন্নয়ন অফিসার সামছুজ্জামান আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল আলম প্রমূখ। আলোচনা সভার পূর্ব একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। আলোচনা শেষে ৬ জন শ্রেষ্ট মাছ চাষী ও খামারী কে পুরস্কার প্রদান করা হয়।