কাউনিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন

প্রকাশ : 2022-07-24 10:07:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন

কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গত শনিবার সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও রেলী বের করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ আকমল হোসেন প্রমূখ। সভা শুরুর পূর্বে একটি র‌্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।