কাউনিয়ায় জমিতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের

প্রকাশ : 2025-09-11 17:12:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় জমিতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল  কৃষকের

কাউনিয়ায় আমন খেতে সেচ দিতে গিয়ে সেচ পাম্প চালু করার সময় বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৬০) নামের এক কৃষক মারা গেছেন। 
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের আব্দুস সোবাহানের পুত্র মনোয়ার হোসেন (৬০) খোপাতি মাঝাপাড়া গ্রামে নিজের জমিতে সেচ দিতে গিয়ে সেচ পাম্প চালু করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুতের তারে হাত পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।