কাউনিয়ায় গৃহহীনদের গৃহ প্রদানে ইউএনও’র প্রেস ব্রিফিং

প্রকাশ : 2022-07-20 20:06:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় গৃহহীনদের গৃহ প্রদানে ইউএনও’র প্রেস ব্রিফিং

কাউনিয়ায় উপজেলা পরিষদ সভা কক্ষে গত বুধবার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায় ২য় ধাপে ভুমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে জমি ও গৃহ প্রদান উদ্বোধন  উপলক্ষে বুধবার কাউনিয়ায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। এ সময় তিনি কাউনিয়া উপজেলায় গৃহহীনদের গৃহ প্রদানের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। ব্রিফিং কালে উপস্থিত ছিলেন কাউনিয়া থানা নবাগত অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, শিক্ষা অফিসার আঃ হামিদ সরকার, ইন্সপেক্টার (তদন্ত) সেলিমুর রহমান, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল, সাংবাদিক আজাদ আনছারী, নিতাই রায়, জহির রায়হান, মনিরুল ইসলাম মিন্টু, আলমগীর হোসেনসহ স্থানীয় সাংবাদিকগণ। ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপজেলায় গৃহহীনদের গৃহ প্রদান এর উদ্বোধন করবেন।