কাউনিয়ায় গলায় ওড়না পেচিয়ে গৃহবঁধুর আত্মহত্যা
প্রকাশ : 2022-12-05 19:11:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় গলায় ওড়না পেচিয়ে এক গৃহবঁধূ আত্মহত্যা করেছে। ঘটনা টি ঘটেছে সোমবার উপজেলার কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার রামচন্দ্র গ্রামের বাসিন্দা মোঃ পারভেজ রহমানের স্ত্রী রুহি বেগম স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরের ধর্নার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। সে সময় দোকানদার স্বামী দোকানে ছিল এবং শশুর শাশুড়ী দিন মজুরির কাজে বাহিরে ছিল। এ সুযোগে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। কুর্শা ইউপি সদস্য মোঃ তবারক আলী গলায় ফাঁস লাগিয়ে রুহি বেগমের আত্মহত্যার বিষয় টি নিশ্চিত করেছেন। কাউনিয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।