কাউনিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

প্রকাশ : 2025-03-08 15:37:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কাউনিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে গত শুক্রবার সন্ধায় মতবিনিময় সভা এবং ইফতার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখা। বালিকা বিদ্যালয় মোড় অন্নদানগর রোডে দলীয় কার্যালয়ে উপজেলা আমীর আব্দুস সালাম সরকার এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর জেলা মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মোঃ শাহাদাত মাজদী, সাংবাদিক ও সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, সাইদুল ইসলাম, জহির রায়হান, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, জসিম সরকার, জুলহাস হোসেন সোহাগ, আসলাম খান, মঞ্জুরুল আহসান শামীম। আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহসভাপতি শেখ নজরুল ইসলাম, আব্দুস সালাম মিয়া, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, বাসস্ট্যান্ড জোন সভাপতি শামসুল হক, পরিবেশ প্রতিনিধি আতিক, আনোয়ার হোসেন প্রমূখ। মতবিনিময় শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন উপজেলা শাখার আমীর আব্দুস সালাম সরকার।