কাউনিয়ায় খোলা বাজারে চাল বিক্রির উদ্ধোধন

প্রকাশ : 2022-09-01 19:09:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় খোলা বাজারে চাল বিক্রির উদ্ধোধন

রংপুরের কাউনিয়া উপজেলা ও হারাগাছ পৌরসভার নিন্ম আয়ের সাধারন মানুষের জন্য খোলা বাজারে চাল বিক্রয় কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি পয়েন্টে বৃহস্পতিবার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সোহেল আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ শাহানাজ পারভীন, শিক্ষা অফিসার আঃ হামিদ সরকার, সমাজসেবা অফিসার সামিউল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বণিক সমিতির সম্পাদক সাইফুল আলম মুক্তা, সহ সভাপতি গফুর আলী, পরিচালক আকবর আলী, নজরুল ইসলাম, মোহাম্মদ উল্ল্যাহ মুন, সদস্য মঞ্জুর আলম, শাহাজাহান মন্ডল, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমদ জানান, উপজেলার হারগাছ পৌরসভায় ৩টি ও বালাপাড়ায় ৩টি সহ ৬টি পয়েন্টে ৩০টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। প্রতিজন সর্বোচ্চ ৫কেজি চাল ক্রয় করতে পারবে এবং টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেয়া হবে। শুক্রবার,শনিবার ও সরকারী ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল বিক্রয় হবে।