কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত ৫ ব্যাক্তিকে ব্রাকের ৪ লাখ টাকা সহায়তা প্রদান
প্রকাশ : 2025-09-10 18:10:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএীকরন (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতায় কাউনিয়ায় প্রবাস বন্ধু ফোরামের সহয়তায় ক্ষতিগ্রস্ত ৫ বিদেশ ফেরত ব্যাক্তি কে ৪ লাখ ৭ হাজার ৮শত ৪০টাকা সহয়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে বুধবার সহায়তার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন জানান উপজেলার ৩টি ইউনিয়নের ৫জন ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত ব্যাক্তি কে ৪লাখ ৭হাজার ৮শত ৪০টাকা সহয়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্তরা হলেন উপজেলার কুর্শা ইউনিয়নের সৌদি আবর ফেরত মোঃ ফারুক মিয়া ও মোঃ মজিদুল ইসলাম, একই ইউনিয়নের কাতার ফেরত মোঃ হারুন অর রশিদ, সারাই ইউনিয়নের সংযুক্ত আরব আমিরাত ফেরত মোঃ রুবেল ইসলাম, বালাপাড়া ইউনিয়নের কাতার ফেরত মোঃ রাকিব বাবু। তাদের মধ্যে ৩জন নিয়েছেন অটো, একজন পাওয়ারটিলার এবং অপর জন নিয়েছেন মুদী দোকানের মালামাল। কাউনিয়ায় টেপামধুপুর সড়কে গালামালের দোকন থেকে রুবেল ইসলাম কে মুদী দোকানের মালামাল তুলে দেন প্রবাস বন্ধু ফোরামের সাধারন সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। এসময় উপস্থিত ছিলেন সেক্টর স্পেশালিস্ট ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম রংপুর এর সৈয়দ তানভীর ইসলাম, উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমূখ। উল্লেখ্য উপজেলায় ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত ৩৬জন কে ইতোমধ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে সহয়তা প্রদান করা হয়েছে।