কাউনিয়ায় কেওয়াইএসডির বার্ষিক সাধারণ সভা ২০২৫ ও  নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশ : 2025-10-23 17:43:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় কেওয়াইএসডির বার্ষিক সাধারণ সভা ২০২৫ ও  নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

কেওয়াইএসডিও এর ১০ম বার্ষিক সাধারণ সভা-২০২৫ ও নির্বাহী পরিষদের অভিষেক বৃহস্পতিবার কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। কাউনিয়া ইউথ-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও) এর বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সমাজসেবা অফিসার মোঃ সামিউল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফি। খোপাতী উচ্চ বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুজ্জামান আজাদ। বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মহিলা কলেজের সহকারী অদ্যাপক আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষক সামছুল আলম, সোলায়মান মিয়া, সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সোহেল রানা প্রমূখ। অভিষেক অনুষ্ঠানে নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের উত্তরীয় পরান হয়। সংস্থার বার্ষিক সাধারণ সভায় অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক সরকার কে সভাপতি, শামসুল আলম কে জেষ্ঠ্য সহ:সভাপতি, মোঃ আব্দুল কুদ্দুস কে সহ:সভাপতি, মোঃ সোহেল রানা কে সদস্য সচিব, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল কে সাংগঠনিক সম্পাদক, বিউটি আক্তারকে সদস্য (অর্থ), নির্বাহী সদস্য পাভেল হাসান, আশরাফুল আলম ও লুপিং আক্তার সহ ০৯ সদস্যর নির্বাহী পরিষদ গঠন করা হয়।