কাউনিয়ায় কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রকাশ : 2022-07-05 19:54:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের আয়োজনে ৭টি কৃষক দলের মাঝে মঙ্গলবার কৃষকদলের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

কৃষকদলের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ উদ্বোধন করেন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। এ সময় উপস্থিত ছিলেন কুর্শা ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাকিবুল ইসলাম, কল্লল কিশোর, উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইয়েদুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমূখ। পশ্চিম নিজপাড়া কৃষক দল, মদামদন হোসেন টারী কৃষক দল, দক্ষিন চন্ডীপুর কৃষক দল, খোদ্দভুতছাড়া হাজীটারী কৃষক দল, পূর্ব নিলাম খরিদা সদরা কৃষক দল, বানুপাড়া কৃষক দল, সোনাতন মধ্যপাড়া কৃষকদল এর মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।