কাউনিয়ায় কীটনাশক পানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : 2023-04-28 19:39:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় কীটনাশক পানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

কাউনিয়ায় কীটনাশক পান করে ফাতেমা খাতুন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজির দহ গ্রামের মোঃ জয়নাল আবেদীনের কন্যা ফাতেমা বেগম (১৭) পরিবারের লোকজনের সাথে অভিমান করে মনের দুঃখে গত বুধবার সন্ধায় বাড়িতে রাখা কীটনাশক পান করে গুরুত্বর অসুস্থ হয়ে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যায়। সে নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় থেকে ৩০ এপ্রিল আসন্ন এসএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী ছিল।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।