কাউনিয়ায় কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সেমিনার

প্রকাশ : 2022-04-24 20:18:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সেমিনার

কাউনিয়ায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কিশোর-কিশোরীদের পুষ্টির গুরুত্ব বিষয়ক সেমিনার রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্ল্ক্সে হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, স্বাস্থ্য পরিদর্শক মোঃ ফোরকান আলী, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মোছাঃ শাহানা ইয়াসমীন প্রমূখ। জানো প্রকল্পের আয়োজনে সেমিনারে সিএইচপি, জানো প্রকল্পের ভলাটিয়ার, ফিল্ড অফিসার ও কিশোর -কিশোরীরা অংশ গ্রহন করেন।