কাউনিয়ায় কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১২০ টাকা

প্রকাশ : 2022-08-08 19:44:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১২০ টাকা

রংপুরের মরিচ উৎপাদনে খ্যাত কাউনিয়া উপজেলায় মরিচের দাম বৃদ্ধি পেয়েছে দ্বিগুন। গত এক সপ্তাহের ব্যবধানে কাউনিয়ার বাজার গুলোতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১২০ টাকা। প্রকার ভেদে ১০৫ থেকে ১২০ টাকার কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ২০০ থেকে ২১০ টাকা কেজি এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৩৫ থেকে ২৪০ টাকা দরে। সোমবার বালিকা বিদ্যালয় মোড় কচাবাজার ও সানাই মোড় সবজি বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহ আগে যে কাচা মরিচের ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল গতকাল সেই মরিচের দাম বেড়ে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা এবং খুচরা বাজারে ২৩৫ টাকা থেকে ২৪০ টাকা কেজি দরে। এদিকে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা বিক্রেতারা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। 

সানাই মোড় বাজারে সবজি কিনতে আসা কলেজ শিক্ষক মোঃ শাহজামাল বলেন, কোরবানির ঈদের সময়, আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ এর দাম কম ছিল গত এক সপ্তাহের ব্যবধানে কাচা মরিচের দাম দ্বিগুন হয়ে গেছে। নাজিরদহ নয়াটারী গ্রামের বাবুল মিয়া বলেন আমাদের এলাকায় সব চেয়ে বেশি মরিচ চাষ হয়। আমরা মরিচের তেমন ভাল দাম পাইনা। এবার মরিচের অনেক দাম। এলাকার কৃষকরা এবার লাভবান হবেন। নাজিরদহ গ্রামের মরিচ চাষী মোহাম্মদ আলী বলেন খরায় মরিচ ক্ষেত মরে গেছে। যে গুলো গাছ ক্ষেতে রয়েছে তাতে মরিচ ধরছে কম। 

তকিপল বাজারে খুচরা সবজি বিক্রেতা জয়নাল ও তোফাজ্জল বলেন, পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম চড়া। পাইকারী ব্যবসায়িদের কাছ থেকে যে দামে কাঁচা মরিচ কেনা হয় তার থেকে সামান্য কিছু লাভ রেখে বেচাকেনা করতে হয়। তকিপল বাজারে কাঁচা মরিচের পাইকারি ব্যবসায়ী হাফিজুর বলেন, আমরা স্থানীয়সহ বিভিন্ন জেলা থেকে কাঁচামরিচ আমদানি করে থাকি। কিন্তু বন্যার কারণে মরিচের অনেক ক্ষতি হয়েছে। যার কারণে সরবরাহ কমে গেছে, পাশাপাশি দামও বৃদ্ধি পেয়েছে।