কাউনিয়ায় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
প্রকাশ : 2022-10-31 18:45:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল সোমবার কলেজ হল রুমে অধ্যক্ষ মোঃ ফারুক আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও রংপুর জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম। বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য সাবেক পেীর মেয়র হাকিবুর রহমান, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহকারী অধ্যাপক মোকাম্মেল হোসেন, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আঃ জলিল, সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হীরা, শাহ মোঃ ফকরুল ইসলাম রায়হান প্রমূখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।