কাউনিয়ায় কলেজের গর্ভনিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2022-05-21 19:49:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় কলেজের গর্ভনিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

রংপুরের ঐতিহ্যবাহী কাউনিয়ায় কলেজের গর্ভনিং বডির প্রথম সভা শনিবার বিকালে অধ্যক্ষ এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মুসা আহাম্মদ এর সঞ্চালনায় নব নির্বাচিত গর্ভনিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার, রংপুর জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সারদার আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রথম সভায় বক্তব্য রাখেন গর্ভনিং বডির সদস্য ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল আউয়াল, সদস্য ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদ আলম, সদস্য ও শিক্ষক আশরাফুল ইসলাম, সদস্য ও সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আমিন আনছারী, সদস্য মোঃ এনামুল হক, শিক্ষক প্রতিনিধি সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হীরা, আবু আহসান সিদ্দিক পল্লব, রেজিনা ইয়াসমিন প্রমূখ। সভায় কমিটির পরিচিতি, একাডেমিক বিষয় আলোচনাসহ কলজ উন্নয়নে বিস্তারীত আলোচনা হয়। কলেজে শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়নে সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন।