কাউনিয়ায় এলসিএস কর্মীকে চেক প্রদান

প্রকাশ : 2022-10-25 18:11:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় এলসিএস কর্মীকে চেক প্রদান

প্রভাতী প্রকল্পের আওতায় কাউনিয়া উপজেলা প্রকৌশল দপ্তরের আয়োজনে কাউনিয়া উপজেলাধীন রাস্তা রক্ষনাবেক্ষন কাজে নিয়োজিত মহিলা এলসিএস কর্মীর মাঝে স য়ের টাকা লভ্যাংশ সহ চেক গত সোমবার বিকালে বিতরণ করা হয়।

সারাই ইউনিয়ন এলসিএস কর্মী রাবেয়া এর হাতে চেক তুলে দেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। চেক বিতরণ কালে উপস্থি ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামন জেমি, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার রনো, প্রভাতী প্রকল্পের পরামর্শকবৃন্দ সহ আরও অনেকে। রাবেয়াকে ৫৯ হাজার ৫ শত ৪০ টাকার চেক প্রদান করা হয়।