কাউনিয়ায় এম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রকাশ : 2022-03-14 19:26:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে হিন্দু সম্প্রদায়ের অষ্টপ্রহর অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ী ফেরার সময় ওয়াকিল চন্দ্র শীল (৬২) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
প্রত্যদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে কাউনিয়ার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে অষ্টপ্রহর অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ী যাওয়ার পথে গত রবিবার বিকালে রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে বেইলী ব্রীজ নামক স্থানে রাস্তা পারাপারের সময় এম্বুলেন্সের ধাক্কায় ওয়াকিল চন্দ্র শীল গুরুত্বর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যায়। ওয়াকিল চন্দ্র শীল পীরগাছা উপজেলার অন্নদানগর এলাকার নরসিংহ গ্রামের রজনী শীলের পুত্র বলে জানাগেছে। ওসি মাসুমুর রহমান জানান এম্বুলেন্সটি কে আটক করা হয়েছে।