কাউনিয়ায় উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উদ্যাপন
প্রকাশ : 2022-04-14 16:47:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ১বৈশাখ ১৪২৯ বৃহস্পতিবার পালিত হয়।
কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, হাসপাতাল ও এতিম খানায় উন্নমানের বাঙ্গালী খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মাঝে বাঙ্গালী খাবার মোয়া ও পুরস্কার বিতরণ। উপজেলা পরিষদ ক্যাম্পাস মোফাজ্জাল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরকারী কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে শেষ হয়। পরে র্যালীতে অংশ গ্রহনকারীদের মধ্যে বর্ণিল সাজে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।