কাউনিয়ায় উপজেলা পরিষদ ফাকা, নেই সেবা প্রার্থী  

প্রকাশ : 2024-08-08 18:14:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় উপজেলা পরিষদ ফাকা, নেই সেবা প্রার্থী   

দেশের বর্তমান পরিস্থিতে রংপুরের কাউনিয়ায় উপজেলা পরিষদ ফাকা, নেই সেবা প্রার্থী। যে উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরে শতশত মানুষ সেবা নিতে আসতেন আতঙ্কের কারনে তারা আসছেন না। বিশেষ করে থানা প্রশাসন অকার্যকরের কারনে এমনটা হয়েছে বলে অনেকে মনে করছেন। গত ৫আগষ্ট থেকে কাউনিয়া থানা কর্তৃপক্ষ নিরব থাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুললেও বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছিল কম, তবে কলেজ গুলোতে একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন ক্লাশ থাকায় ছাত্র-ছাত্রীর উপস্থিতি ছিল। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান উপজেলায় প্রতিটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত আছে, তবে সাধারন সেবা প্রার্থীদের উপস্থিতি ছিল কম, নতুন সরকার গঠন হলেই মানুষের সমাগম ঘটবে। আমরা সেবা দিতে সর্বদা প্রস্তত আছি।