কাউনিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন যারা

প্রকাশ : 2024-05-12 19:47:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন যারা

উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে রংপুরের কাউনিয়ায় ৮মে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীসহ মোট ১৩জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫জন প্রার্থী।

কাউনিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জিয়াউর রহমান জানান, চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন মোট ৫জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। জামানত হারিয়েছেন যারা তারা হলেন চেয়ারম্যান পদে হুমায়ুন কবীর খান মুকুল (ঘোড়া) প্রতীক তার প্রাপ্ত ভোট ৮৫৮, ভাইস চেয়াম্যান পদে মোঃ শফিকুল ইসলাম দুলাল (উড়োজাহাজ) প্রাপ্ত ভোট ৪৬৩৯, গনেশ কুমার দেব শর্মা (টিয়াপাখি) প্রাপ্ত ভোট ৪৭৩৫, মোঃ জাহাঙ্গীর কবির তৈয়ব (মাইক) তার প্রাপ্ত ভোট ১১৮৪৯, সুশান্ত সরকার (তালা) তার প্রাপ্ত ভোট ১৪০৪৯। কাউনিয়ায় ২লাখ ৪হাজার ৫৪৩ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১লাখ ১২হাজার ৩৩৯। মোট ভোটের  প্রায় ৫৫% ভোট পড়েছে। নিয়ম আনুয়ারী মোট কাস্টিং ভোটের ১৫% ভোট পেলে তাদের জামানত ফেরত পাবেন, কিন্তু চেয়ারম্যান পদে ১জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন কাস্টিং ভোটের ১৫% ভোট না পাওয়ায় তাদের জামানত বাতিল হবে।