কাউনিয়ায় উপজেলা নির্বাচন লড়াই হবে আওয়ামী লীগ-আওয়ামী লীগে

প্রকাশ : 2024-05-07 19:50:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় উপজেলা নির্বাচন লড়াই হবে আওয়ামী লীগ-আওয়ামী লীগে

 উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে রংপুরের কাউনিয়ায় ৮মে অনুষ্ঠিত হবে নির্বাচন। চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪প্রার্থীসহ ১৩জন প্রার্থী প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে কোমর বেধে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালায়। শেষ মূর্হতে ভোটাররা চুলচেরা হিসাব নিকাশ শুরু হয় ভোট প্রাপ্তির। চেয়ারম্যান পদে ৩প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ২ বারের নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া (মোটরসাইকেল) জেলা আওয়ামী লীগের সদস্য ২বারের নির্বাচিত বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক (আনারস) ও নতুন মুখ আয়কর আইনজীবী হুমায়ুন কবীর খান মুকুল (ঘোড়া) প্রতীক ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। প্রচারণায় পিছিয়ে নেই ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। ভাইস চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বি ৬প্রার্থী মনজুদার রহমান মিলন (টিউবওয়েল), সুশান্ত সরকার (তালা), মাহমুদুল হাসান পিন্টু (চশমা), জাহাঙ্গীর কবির (মাইক), গনেশ কুমার দেব শর্মা (টিয়াপাখি) ও শফিকুল ইসলাম দুলাল (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি ৪প্রাার্থী রওশনারা বেগম (হাঁস), আঙ্গুরা বেগম (ফুটবল), সেলিনা খাতুন (প্রজাপতি), রাবেয়া বেগম (কলস)। বাড়ি বাড়ি গিয়ে দিন রাত প্রার্থীরা ভোট ও দোয়া প্রার্থনা, উঠান বৈঠক, নির্বাচনী সভা শেষে প্রচলিত কথিত ভোটের চাঁদ রাতে কে কত ভোট সংগ্রহ করতে পারবে, অর্থের যোগানে যোগ সুত্র স্থাপন করতে পারবে সেই হিসেবে চেয়ারম্যান পদে লড়াই হবে হাড্ডা হাড্ডি আওয়ামী লীগ-আওয়ামী লীগের মধ্যে। বিরোধী দল নির্বাচনে অংশ গ্রহন না করায় আওয়ামী লীগের ২প্রার্থীর মাঝে দলীয় নেতা কর্মীরা বিভক্ত হয়ে পড়ে, ফলে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়েত সমর্থীত ভোটারদের কদরবৃদ্ধি পায়। এই তিন দলের ভোটার যে বেশী টানতে পারবে সেই হাসবেন জয়ের হাসি এমটাই মন্তব্য করেছেন অনেকে। কাউনিয়ায় ২ লাখ ৪হাজার ৫৪৩ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বেছে নেবেন।