কাউনিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির এর সংবাদ সম্মেলন

প্রকাশ : 2024-03-24 19:11:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির এর সংবাদ সম্মেলন

কাউনিয়া উপজেলা কে একটি আদর্শ জনকল্যাণমূলক স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন, আসন্ন কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আয়কর আইনজীবি উপজেলা সদরের সাহবাজ গ্রামের বাসিন্দা মোঃ হুমায়ুন কবির খান মুকুল। 

তিনি রবিবার বিকালে থানা রোডে তার ল চেম্বারে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন। তিনি আরো বলেন অসহায়, দরিদ্র, নিপীড়িত মানুষকে সহায়তা, স্বাস্থ্য, শিক্ষার মানোন্নয়ন, দূর্নীতি মুক্ত সমাজ গঠন, ধর্মীয় বৈষম্য দুরীকরণ, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নারী শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, বেকারত্ব দূরীকরণ, সামাজিক সাংস্কৃতিক সম্প্রীতির চেতনা জাগ্রত, উপজেলার সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করে উপজেলার সার্বিক উন্নয়নে সকল কে সাথে নিয়ে সরকারের সকল উন্নয়ন মূলক কার্যক্রম যথাযথ কার্যকরের মাধ্যমে কাউনিয়া উপজেলা কে একটি আদর্শ স্মার্ট উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় পূর্ণবার ব্যক্ত করেন। তিনি ইতিমধ্যে গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় গণসংযোগ শুরু করেছেন। প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পোস্টার ব্যানার ছাপিয়ে ভোটারদের কাছে দোয়া চেয়েছেন। সাংবাদিকদের মাধ্যেমে তিনি কাউনিয়া উপজেলা সকল মানুষের দোয়া ও ভোট প্রার্তনা করেন।