কাউনিয়ায় উপকার ভোগীদের গাছ কর্তন চেষ্টার অভিযোগ
প্রকাশ : 2022-12-28 18:49:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলার গদাই গ্রামে বাঁধের রাস্তার উপর বন বিভাগের উপকার ভোগী সদস্যদের লাগানো আকাশ মনি জাতের ৩টি গাছ শনিবার গভীর রাতে কর্তন চেষ্টার অভিযোগ ওঠেছে বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রামের খট্ট মিস্ত্রির পুত্র হোসেন আলীর বিরুদ্ধে।
উপজেলা বন কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগে জানাগেছে উপজেলার গদাই গ্রামের বন বিভাগের উপকার ভোগী সদস্য মোঃ শাজাহান মন্ডলের পুত্র মোঃ ফরিদ মিয়া গত শনিবার রাতে খেলা দেখে বাড়িতে ফেরার সময় উল্লেখিত ব্যাক্তিকে করাত দিয়ে গাছ কাটতে দেখেন। এসময় ফরিদ মিয়া চিৎকার দিলে হোসেন আলী বাড়ির ভিতরে চলে যান। বিষয়টি সকল উপকার ভোগী সদস্যদের জানালে তারা বন কর্মকর্তা কে অভিযোগ দেয়ার সিদ্ধান্ত দেন। এঘটনায় এলাকায় বন বিভাগের উপকার ভোগী সদস্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এব্যাপারে বন কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।