কাউনিয়ায় উদ্দীপ্ত রক্ত ও মানব কল্যাণ সংস্থার উদ্বোধন
প্রকাশ : 2023-08-26 10:19:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতি ধর্ম নির্বিশেষে থাকবো মোড়া সবার পাশে, এই প্রতিপাদ্য কে নিয়ে উদ্দিপ্ত রক্ত ও স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোনালী ব্যাংকের নিচ তলায় নাসির সুপার মার্কেটে শুক্রবার বিকালে উদ্বোধন ও আলোচনা উদ্দীপ্ত রক্ত ও মানব কল্যাণ সংস্থার সভাপতি আশিক বিন নাছির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল। উদ্বোধন করেন সাংবাদিক জহির রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ্ -বাংলা এজেন্ট ব্যাংকিং এর পরিচালক আখতারুল ইসলাম (জাদু)। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য কাওছার হাবিব, পাভেল শেখ, আবু হুুরায়রা আসাদ, মহসিন আলম, শামসুজ্জামান রিমন। আলোচনা শেষে আশিক বিন নাছির কে সভাপতি, মোঃ আবু হুরায়রা কে সহ-সভাপতি, আব্দুর রাজ্জাক বাপ্পীকে সাধারণ সম্পাদক, শামসুজ্জামান রিমন কে যুগ্ন সাধারণ সম্পাদক, মোস্তাফিজার রহমান কে প্রচার সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান চলা কালেই সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাপ্পি একজন রোগীকে রক্ত দানের মধ্যে দিয়ে অষ্টম বার রক্ত দান করলেন।