কাউনিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমস্বয় সভা
প্রকাশ : 2021-10-28 10:00:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কেয়ার টেকারদের মাসিক সমন্বয় সভা বুধবার টিপু মুন্শি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোছাদ্দেকুল আলম, বক্তব্য রাখেন কাউনিয়া ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ সাইফুল আলম, শিক্ষক মোঃ হারুন অর রশীদ, মোঃ ন‚রুল হক, শেষে মোনাজাত পরিচালনা করেন মডেল কেয়ার টেকার মোঃ শহিদুল ইসলাম।