কাউনিয়ায় ইবতেদায়ী মাদ্রসার ১০০ জন শিক্ষককে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

প্রকাশ : 2022-10-04 21:32:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় ইবতেদায়ী মাদ্রসার ১০০ জন শিক্ষককে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উদ্যোগে কাউনিয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০টি ইবতেদায়ী মাদ্রাসার ১০০জন শিক্ষক কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা মঙ্গলবার প্রদান করা হয়।

কাউনিয়া উপজেলা পরিষদ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, আওয়ামীলীগ নেতা মশিয়ার রহমান মুশি, শেখ এনামুল হক দুলাল, সাবেক ছাত্রলীগ সভাপতি ফিরোজ সরকার, স্বেচ্ছা সেবক লীগ নেতা সুবাশ শিল, পিআইও অফিসের অফিস সহকারী মেহেদী হাসান প্রমূখ।