কাউনিয়ায় ইউনিয়ন পরিষদ সদস্যদের ৩দিন ব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন
প্রকাশ : 2022-04-19 19:05:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও কাউনিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মঙ্গলবার টিপু মুন্শি অডিটোরিয়ামে ৩ দিন ব্যাপী ইউনিয়ন পরিষদের সদস্যদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিত করণ প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন এর সভাপতিত্বে উদ্ধোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ রংপুর জিলুফা সুলতানা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা সমাজ সেবা অফিসার সামিউল আলম প্রমূখ। ১৯ থেকে ২১ এপ্রিল ২০২২ পর্যন্ত এ কোর্সে উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাগণ অংশ গ্রহন করবে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের কর্মকর্তা ও প্রশি¶কগণ প্রশি¶ণ প্রদান করেন।