কাউনিয়ায় ইউজিডিপি অফিসে পর্দা সরান হয় নি
প্রকাশ : 2022-09-08 19:54:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সরকারি অফিসগুলোতে পর্দার ব্যবহার কমিয়ে আনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। অফিস সময়ে যাতে দিনের আলো ব্যবহার করা যায় সেজন্য এ নির্দেশনা দেওয়া হলেও কাউনিয়া উপজেলায় একটি অফিসে তা মানা হচ্ছে না। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে গত ২৪ আগস্ট এ নির্দেশ দেন। কাউনিয়ায় প্রধানমন্ত্রীর এই আদেশ উপেক্ষিত হচ্ছে।
সরেজমিনে কাউনিয়া উপজেলা পরিষদে গিয়ে দেখা গেছে মোঃ আখতার ফারুক মিয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ), উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ, কাউনিয়া, রংপুর এর অফিস কক্ষটির দরজা জানালা কোনটিরই পর্দা সরান হয় নি।
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সময়ে যাতে দিনের আলো ব্যবহার করা যায় সেজন্য অফিসের জানালার পর্দার ব্যবহার কমিয়ে আনার নির্দেশনা দেওয়া হলেও কাউনিয়ায় এই অফিসটিতে তা মানা হচ্ছে না। ফলে অনেকের মনেই প্রশ্ন তিনি কি তাহলে নির্বাহী অফিসারের চেয়ে বড় কর্মকর্তা। যেখানে নির্বাহী অফিসার থেকে শুরু করে প্রায় সকল অফিসে জানালার পর্দা সরিয়ে ফেলা হয়েছে অথচ মোঃ আখতার ফারুক মিয়া (ইউডিএফ) কেন পর্দা সরাচ্ছেন তা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বাড়া এবং কৃচ্ছতা সাধনের জন্য অফিস সময় কমানোসহ নানা উদ্যোগের মধ্যে অফিস সমুহে পর্দা সরিয়ে ফেলার কথা প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বললেও কাউনিয়ায় এই অফিসটি সেই আদেশ বাস্তবায়ন করে নি।