কাউনিয়ায় আশার শিক্ষা কর্মসূচি ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

প্রকাশ : 2025-05-14 17:40:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় আশার শিক্ষা কর্মসূচি ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নিজস্ব অর্থায়নে পরিচালিত শিক্ষা কর্মসূচির ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা টেপামধুপুর ব্রাঞ্চ অফিস কার্যালয়ে বুধবার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম সরকার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্ট সেন্টারের ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ একেএম আনোয়ারুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাহিনুর আলম ও শিক্ষা সুপারভাইজার ফারুক আহমেদ। আশা শিক্ষা কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশা শিক্ষা অফিসার মোঃ রিফাত হোসেনের সার্বিক দিক নির্দেশনায় রংপুর জেলায় আশা শিক্ষা কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ১৫ জন শিক্ষা সেবিকা ও ১জন শিক্ষা সুপারভাইজার অংশগ্রহণ করেন।