কাউনিয়ায় আনসার ভিডিপি বাছাই
প্রকাশ : 2024-09-23 18:58:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সনাতনী ধর্মালম্বিদের সর্ব বৃহৎ উৎসব আসন্ন দুর্গা পুজায় বিভিন্ন মন্দীরে দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপি বাছাই সোমবার সম্পন্ন করা হয়।
সরেজমিনে কাউনিয়া উপজেলা অডিটরিয়ামে গিয়ে দেখা গেছে দুর্গা পুজায় দায়িত্ব পালনের জন্য উপজোর একটি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের আগ্রহীদের উপচেপাড়া ভীর। শতশত আগ্রহীদের মাঝ থেকে বিভিন্ন কাগজপত্র ও ফিটনেস দেখে বাছাই কার্য সম্পন্ন করেন রংপুর জেলা থেকে আগত প্রবীর কুমার রায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মিঠাপুকুর রংপুর। সদস্য মোছাঃ ফেরদৌসী আকতার উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কাউনিয়া রংপুর সদস্য সচিব তাহেরা সিদ্দিকা উপজেলা প্রশিক্ষিকা কাউনিয়া রংপুর। সদস্য রুহুল আমিন। উপজেলা প্রশিক্ষক, গংগাচড়া, রংপুর, সদস্য হারুন অর রশিদ মনিটরিং মাঠ কর্মি রংপুর। কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফেরদৌসী আকতার জানান, রংপুর জেলা কমান্ড্যান্ট এর নির্দেশনা মোতাবেক সনাতনী ধর্মালম্বিদের সর্ব বৃহৎ উৎসব দুর্গা পুজায় বিভিন্ন পুজা মন্ডপে দায়িত্ব পালন করার জন্য দক্ষ ও যোগ্যতা সম্পন্নদের বাছাই করা হয়েছে।