কাউনিয়ায় আনন্দঘন পরিবেশে ৬৯টি মন্ডপে পালিত হচ্ছে দুর্গাপূজা
প্রকাশ : 2022-10-03 18:39:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ মেট্রো থানাসহ ৬৯টি মন্ডপে পালিত হচ্ছে দুর্গাপূজা। এ বছর দেবীদুর্গা হাতির পিঠে চড়ে মর্তে আসছেন, আর নৌকায় চড়ে কৈলাসে ফিরবেন। পঞ্জিকা অনুযায়ী গত শনিবার থেকে মহাষষ্ঠীপূজার মধ্যদিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে এ পুজা বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীর মধ্যদিয়ে সমাপ্তি হবে।
সরেজমিনে বিভিন্ন মন্দিরে গিয়ে আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, এখন ভক্তরা দেবী মার আশির্বাদ নিতে মন্দিরে মন্দিরে ছুটছে। এবছর প্রায় প্রতিটি মন্দিরে বর্নাঢ্য ডেকোরেশন করা হয়েছে। বাড়ির মহিলারা নাড়ু তৈরিতে ব্যস্ত রয়েছেন। মৃৎশিল্পীরা জানান প্রতিমা তৈরি করতে অনেক সময় লাগে। প্রতিমা তৈরির সব জিনিষের দাম বেশি হওয়ায় প্রতিমা তৈরি করে আগের মতো এখন আর লাভ হয় না। তার পরও পেশা ছাড়তে পারি না। ইতোমধ্যে তৈরিকৃত প্রতিমা গুলোতে রঙ লাগিয়ে সুসজ্জিত করে প্রতিস্থাপন করা হয়েগেছে।
উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া জানান, আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সনাতন ধার্মালম্বিরা যেন তাদের সকল আনুষ্ঠানিকতা শেষ করতে পারে সে জন্য উপজেলা পরিষদ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেয় হয়েছে মন্দির গুলো পাহারা দিতে। আশা করছি শান্তিপূর্ণ ভাবেই পুজা শেষ হবে। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, আইন শৃংখলা রক্ষায় পুলিশ প্রশাসন সদা তৎপর রয়েছে। প্রতিদিন ১০টি মটর সাইকেল ও ৩টি গাড়ির মোবাইল টিম এবং আমি ও ইন্সপেক্টার (তদন্ত) মন্দিরগুলো মনিটর করছি।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষে ইতোমধেই সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কাউনিয়ায় ৬৪টি মন্দিরে ৩৫৮জন আনসার ভিডিপি নিয়োগ দেয়া হয়েছে। হারাগাছ মেট্রো থানায় ৫টিতেও একই ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি মন্দিরে ৫০০কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। আশা করি উপজেলার ২টি থানা ও ৬টি ইউনিয়নের ৬৯টি দুর্গাপূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হবে।