কাউনিয়ায় আগের দামে তেল কিনতে ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়  

প্রকাশ : 2022-08-06 16:23:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় আগের দামে তেল কিনতে ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়   

কাউনিয়ায় পেট্রোল অকটেন ডিজেলের মূল্যবৃদ্ধির ঘোষনায় আগের দামে তেল কিনতে মটরসাইকেল চালকদের সুফিয়া ফিলিং স্টেশনে শুক্রবার রাত ১২টার আগে উপচেপড়া ভিড়। 

সরেজমিনে দেখা গেছে সরকার ঘোষিত পেট্রোল অকটেন ডিজেলের মূল্যবৃদ্ধি কার্যকর করার সময় জানার পর শতশত মটরসাইকেল চালক তেল কিনতে কাউনিয়া রেলগেট সুফিয়া ফিলিং স্টেশনে ভিড় জমায়। রাত ১২টা পর্যন্ত সুফিয়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষ মটরসাইকেল চালকদের ২০০ টাকার করে তেল দেয়। ১২টার পর আর আগের দামে তেল দেয়নি, এতে অনেকে আক্ষেপ করে বলেন ১লিটার তেল একলাফে যদি এতো টাকা বাড়ে তবে আমজনতা বাঁচবে কিভাবে। আন্তর্জাতিক বাজারের অজুহাতে তেলের দাম বাড়ল কিন্তু যখন আর্ন্তজাতিক বাজারে দাম কমে তখনতো আমাদের দেশে দাম কমে না। এ বিষয় গুলো সরকার প্রধানের দেখা দরকার। জানাগেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন [বিপিসি] ইস্টার্ন রিফাইনারী লিঃ [ইআরএল] এ পরিশোধিত এবং আমদানি ও ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন, ওপেট্রোল এর মূল্য সমš^য় করে ভোক্তা পর্যায়ে পুনর্নিধারন করে। শুক্রবার রাত ১২টার পর কার্যকর হবে। খুচরা মূল্য নির্ধারন করে ডিজেল-১১৪, কেরোসিন -১১৪, পেট্রোল-১৩০ ও অকটেন-১৩৫ টাকা লিটার দরে বিক্রি হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যেমে এ তথ্য জানানো হয়। পার্শবর্তি দেশ ভারতের সাথে দামের মিল রেখে আমাদের দেশে দাম নির্ধারন করা হয়। এই সংবাদে রাত ১২টার আগে আগের দামে তেল কিনতে মটরসাইকেল চালকগন ফিলিং স্টেশনে ভিড় জমায়।