কাউনিয়ায় আইন শৃংখলা কমিটির সভা  

প্রকাশ : 2023-09-25 17:12:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় আইন শৃংখলা কমিটির সভা  

কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আঃ হান্নান, আনছার আলী, রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, প্রত্যাশা আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ। সভায় সভাপতি বলেন সরকার নতুন ভূমি আইন করছে কাগজ যার জমি তার, কেউ জোর করে দখল করতে চাইলে তার জেল ও জরিমানা দুটোই হবে। এছাড়াও ড্রেজার মেশিন বসিয়ে কেউ নিজের জমি থেকে বালু উত্তোলন করতে চাইলেও পারবে না। নিজের জমির বালু উত্তোলন করতে হলে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করে অনুমতি নিতে হবে। এছারা বিভিন্ন চেয়ারম্যান গনের মাধ্যমে এলাকায় চুরি, মাদক, জুয়া বৃদ্ধি সহ দলীয় কোন্দল বিষয় গুলো উঠে আসে। সভাপতি আইন শৃংখলা সাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান।