কাউনিয়ায় অভিমানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশ : 2024-01-28 19:26:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় প্রেমে বাঁধা দেওয়ায় লুবনা আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার মীরবাগ ধর্ম্মেশ্বর মহেশা ড্রইভারপাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার শিবু মাঝিপাড়া গ্রামের আব্দুল লতিবের কন্যা লুবনা আক্তার নানা বাড়িতে থেকে লেখা পড়া করতো। পড়ালেখা করতে গিয়ে এক কলেজ ছাত্রের সাথে সে প্রেমের সস্পর্কে জড়িয়ে পড়ে। এঘটনা জানাজানি হলে তাকে বারণ করে শাসন করে পরিবারের লোকজন। প্রেমে ব্যর্থ হয়ে নানা বাড়িতে সবার অজান্তে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন লুবনা কে তীরের সাথে ঝুলতে দেখে পুলিশ কে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। লুবনা মীরবাগ ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরী¶ায় অংশ নেওয়ার কথা ছিল। থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
ই