কাউনিয়ায় অবশেষে স্বামী জেলহাজতে, ছাড়া পেল শ্বশুর-শাশুরি
প্রকাশ : 2022-05-09 10:12:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট গ্রামে গলায় ফাঁস লাগিয়ে সুমি আকতার (২৫) গৃহবধুঁর হত্যা না আত্মহত্যা তা নিয়ে নানা জলপনা কল্পনা শেষে কাউনিয়া থানা পুলিশ ।
সুমির স্বামী উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট গ্রামের ওমর আলীর পুত্র মোঃ আসাদুল ইসলাম আসাদ (৩২), শশুর মোঃ ওমর আলী (৬০) ও শাশুরি আবিরন বেগম (৫৫) কে গত রবিবার আটক করে থানায় নিয়ে আসে। অনেক দেন দবারের পর পুলিশ সুমির স্বামী মোঃ আসাদুল ইসলাম আসাদ কে জেল হাজতে পেরন করে ও শশুর মোঃ ওমর আলী (৬০) ও শাশুরি আবিরন বেগম (৫৫) কে থানা থেকে ছেড়ে দেয়। ইন্সপেক্টার (তদন্ত) সেলিমুর রহমান জানান, সুমি আক্তারের ভাই নুরন্নবী ৫জন কে আসামী করে একটি অফিযোগ থানায় দায়ের করেছে। সুমি আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে তা ভিসায়ারা রিপোর্ট আসার পর বুঝা যাবে। পুলিশ প্রকৃত ঘটনা উৎঘাটনে তৎপর রয়েছে।