কাউনিয়ায় অবরোধে সড়কে দুরপাল্লার বাস কম, নেই বিএনপি জামায়াত
প্রকাশ : 2023-11-08 17:07:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপি-জামায়াতের ডাকা ৩য় দফায় ১ম দিনের অবরোধে কাউনিয়ায় সড়কে দুরপাল্লার বাস কম থাকলেও অনান্য যান চলাচল ছিল সাভাবিক। রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক ছিল রি·া, অটো, মহেন্দ্রর, মাইক্রো, পিকাপ, ট্রাকের দখলে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অবরোধ চলা কালে অবাধে চলাচল করেছে বিভিন্ন যানবাহন। কোথায় কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। বিএনপির অফিস কার্যালয়ে সামনে রেলগেটে পুলিশ ছিল শর্তক অবস্থায়। মহাসড়কসহ লোকাল সড়কে র্যাবের টহল ছিল। অবরোধের সমর্থনে বিএনপি জামায়াতের কোন নেতা কর্মীকে মাঠে দেখা যায়নি, কোন মিছিল বা পিকেটিং করতে দেখা যায় নি। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়ক গুলেতে রিক্সা, আটো, মহেন্দ্র, লোকাল বাস, ট্রাক, পিকাপ চলাচল করেছে অবাধে। কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন চলাচল সাভাবিক ছিল। দুরপাল্লার বাস ছিল কম। দোকান পাট, অফিস, আদালত, স্কুল কলেজ সাভাবিক নিয়মে চলেছে। গুরুত্বপূর্ন স্থান গুলোতে অতিরিক্ত পুলিশের অবস্থান ও র্যাব টহল দিতে দেখা গেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, অবরোধে নাশকতা ঠেকাতে পুলিশ সর্বদা শর্তক রয়েছে। এপর্যন্ত কোথাও কোন সমস্যার সৃষ্টি হয়নি।
ই